এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাস খ. ড. জনসন

গ. ই এইচ কার ঘ. র্যাপসন

৩২. যেসব তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব, তাকে ইতিহাসের কী বলে?

ক. উপাদান খ. প্রকারভেদ

গ. স্বরূপ ঘ. পরিসর

৩৩. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল, তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাস

খ. থুকিডাইডেস

গ. জনসন

ঘ. লিওপোল্ড ফন র্যাংকে

৩৪. ‘সমাজের জীবনই ইতিহাস।’ উক্তিটি কার?

ক. জনসন খ. হেরোডোটাস

গ. টয়েনবি ঘ. লিওপোল্ড

৩৫. ইতিহাসের জনক কে?

ক. সক্রেটিস খ. অ্যারিস্টটল

গ. হেরোডোটাস ঘ. আইনস্টাইন

৩৬. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’ উক্তিটি কার?

ক. ই এইচ কার খ. ড. জনসন

গ. হেরোডোটাস ঘ. লিওপোল্ড

৩৭. ‘আইন–ই–আকবরি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. মিনহাজ–উস–সিরাজ

খ. কালীদাস

গ. কৌটিল্য

ঘ. আবুল ফজল

৩৮. ‘তবকাত–ই–নাসিরি’ গ্রন্থের লেখক কে?

ক. কালাহান

খ. কৌটিল্য

গ. আবুল ফজল

ঘ. মিনহাজ–উস–সিরাজ

৩৯. লিখিত ইতিহাসের বয়স কত?

ক. ২০০০ বছর খ. ২৫০০ বছর

গ. ৩০০০ বছর ঘ. ৩৫০০ বছর

৪০. চীনের পরিব্রাজকেরা কখন বাংলায় আসেন?

ক. চতুর্থ শতকে

খ. ৫ম থেকে ৭ম শতকে

গ. ৭ম শতকে

ঘ. ৮ম শতকে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.ক ৩৩.ঘ ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক , উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (২১-৩০)