এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৩১. আন্তর্জাতিক তারিখ রেখা কোনটির ওপর দিয়ে অতিক্রম করেছে?
ক. প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. আরব মহাসাগর
৩২. গ্রহের মূল বৈশিষ্ট্য —
i. নিজস্ব আলো নেই
ii. নিজস্ব তাপ নেই
iii. মহাকর্ষ বল নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য হলো —
i. গভীরতা ৩৪৮৫ কিলোমিটার
ii. পানির তুলনায় দশ গুণ বেশি ঘন
iii. কঠিন পদার্থ দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. ঋতু পরিবর্তনের কারণগুলো কী কী?
i. সূর্যরশ্মি পতনের দৈর্ঘ্য
ii. দিন–রাত্রির হ্রাস–বৃদ্ধি
iii. পৃথিবীর সর্বদা ৬৬.৫০ কোণে ঘূর্ণন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. ২২ ডিসেম্বর —
i. দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং রাত ছোট
ii. পৃথিবীর সর্বত্র দিন–রাত সমান
iii. সূর্য মকরক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?
ক. ৬ ঘণ্টা খ. ৮ ঘণ্টা
গ. ১০ ঘণ্টা ঘ. ১২ ঘণ্টা
৩৭. পৃথিবীর সর্বত্র দিন–রাত্রি প্রায় সমান হয় কোন তারিখে?
ক. ২১ সেপ্টেম্বর
খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২১ ডিসেম্বর
ঘ. ২৩ ডিসেম্বর
৩৮. সূর্যের উত্তরায়ণের শেষ দিন কবে?
ক. ২১ মে খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২১ জুন ঘ. ২৩ ডিসেম্বর
৩৯. ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ আছে?
ক. ২৭ খ. ৩০
গ. ৪০ ঘ. ৪২
৪০. পৃথিবীর কক্ষপথ কেমন ধরনের?
ক. উপবৃত্তাকার
খ. অর্ধবৃত্তাকার
গ. বৃত্তাকার
ঘ. গোলাকার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.ক ৩২.ক ৩৩.ঘ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.ক
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন