আম–আঁটিঁর ভেঁপু
১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলকাতা রিপন কলেজ থেকে যে ডিগ্রি লাভ করেন —
i. বিএ
ii. আইএ
iii. ম্যাট্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কর্মজীবনে বিভূতিভূষণ যে যে জায়গায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন —
i. কলকাতা
ii. হুগলি
iii. ব্যারাকপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
জুঁই সারা দিন দুটি পুতুল নিয়ে খেলা করে। একটির সঙ্গে আরেকটির বিয়ে দেয়। নানা আয়োজন করে।
১৩. উদ্দীপকের জুঁইয়ের সঙ্গে অপুর সাদৃশ্য কী?
ক. কল্পনাপ্রবণ
খ. ভাবুক প্রকৃতির
গ. খেলার প্রতি টান
ঘ. বিলাসিতা
১৪. উক্ত দিকটি ছাড়াও অপু চরিত্রের লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে —
i. মায়ের প্রতি অনুগত
ii. আবেগপ্রবণ
iii. কল্পনাপ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. আমের গুঁটি কখন ঝরে পড়ে?
ক. সোনালি রোদে
খ. সকালের রোদে
গ. দুপুরের রোদে
ঘ. বৃষ্টিতে
১৬. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?
ক. খেলার মাঠ খ. জঙ্গল
গ. পুকুর ঘ. ফুলের বাগান
১৭. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?
ক. পরশ রায় খ. সুব্রত রায়
গ. নীলমণি রায় ঘ. অসীম রায়
১৮. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?
ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের
গ. ঠাকুরঝির ঘ. কমল রায়ের
১৯. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?
ক. পরিপাটি খ. সুন্দর
গ. সুসজ্জিত ঘ. জঙ্গলাবৃত
২০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?
ক. বটগাছ ও বিছুটির গাছ
খ. কালমেঘ ও নিমগাছ
গ. কালমেঘ ও বিছুটির গাছ
ঘ. নলখাগড়া ও কন্টিকারি
সঠিক উত্তর
আম–আঁটিঁর ভেঁপু: ১১.খ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১-১০) | বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶