এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | আম–আঁটিঁর ভেঁপু: বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
আম–আঁটিঁর ভেঁপু
৪১. ‘অপুকে দেখচি নে’ — উক্তিটি কার?
ক. সর্বজয়া খ. দুর্গা
গ. স্বর্ণ ঘ. অপু
৪২. ‘একটুখানি কুটোগাছটা ভেঙে দুখানা করা নেই’ — সর্বজয়া কেন দুর্গার উদ্দেশে এ কথা বলেছে?
ক. দুর্গা বাড়িতে থাকে না বলে
খ. দুর্গা মায়ের কথা শোনে না বলে
গ. দুর্গা সংসারের কাজ করে না বলে
ঘ. দুর্গার সংসারে মতি নেই বলে
৪৩. ‘তা হোক গে সদগোপ, দাও গিয়ে’ — সর্বজয়ার এ কথা বলার কারণ কী?
ক. দারিদ্র্য খ. সুখ
গ. অনুরোধ ঘ. উদারতা
৪৪. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা।’ — এর অর্থ কী?
ক. চাষারা লক্ষ্মীকে বেঁধে রেখেছে
খ. চাষারা বেশ সচ্ছল
গ. চাষারা লক্ষ্মীছাড়া হয়েছে
ঘ. চাষারা লক্ষ্মীর পূজা করে
৪৫. ‘তা তুমি রাজি হলে না কেন?’ — উক্তিটি কার?
ক. দুর্গার
খ. হরিহরের
গ. রাধা বোষ্টমীর বউয়ের
ঘ. সর্বজয়া
৪৬. দুর্গা কী দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতর উঁকি দিল?
ক. দরজা খোলা আছে কি না
খ. মা বাড়িতে আছে কি না
গ. অপু দাঁড়িয়ে আছে কি না
ঘ. কেউ তাকে দেখছে কি না
৪৭. ‘চুপড়ি’ শব্দের অর্থ কী?
ক. ছোট ঝুড়ি খ. দরজার শিক
গ. বাঁশের ঝুড়ি ঘ. বেড়ার বাঁশ
৪৮. ‘কালমেঘ’ কোন কাজে লাগে?
ক. হাত-পা জ্বালাপোড়ায় উপশম
খ. গেঁটে বাতের চিকিৎসায়
গ. হাঁপানি রোগের নিরাময়
ঘ. যকৃতের রোগের চিকিৎসায়
৪৯. ‘পথের পাঁচালী’ কোন শ্রেণির সাহিত্য?
ক. গল্প খ. নাটক
গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
৫০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের প্রধান চরিত্র কোন দুটি?
ক. হরিহর ও সর্বজয়া
খ. অপু ও দুর্গা
গ. নীলমনি রায় ও স্বর্ণগোয়ালিনী
ঘ. অপু ও হরিহর
সঠিক উত্তর
আম–আঁটিঁর ভেঁপু: ৪১.গ ৪২.ঘ ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ ৫০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন