এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | জীবন–সংগীত : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

জীবন–সংগীত

১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত সালে?

ক. ১৯০১ খ. ১৯০৩

গ. ১৯০৫ ঘ. ১৯০৭

২. কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?

ক. বৃথা জন্ম এ সংসারে

খ. তুমি কার, কে তোমার

গ. এমন পাবে না আর

ঘ. জীবাত্মা অনিত্য নয়

৩. কবি হেমচন্দ্র কোনটি বিশ্বাস করেন না?

ক. এ জীবন নিশার স্বপন

খ. এ জীবন অত্যন্ত মূল্যবান

গ. এ জীবন যুদ্ধক্ষেত্র

ঘ. এ জীবন ক্ষণস্থায়ী

৪. মানুষকে কবি কী বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?

ক. কথা খ. সুখ

গ. সম্মান ঘ. জীবন

৫. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন?

ক. প্রাকৃতিক সৌন্দর্যে

খ. বাহ্যদৃশ্যে

গ. স্নেহ–মমতায়

ঘ. নিশার স্বপনে

৬. কিসের আশা করলে দুঃখের ফাঁস পরতে হবে?

ক. মহিমার খ. সুখের

গ. পুরস্কারের ঘ. পুণ্যের

৭. কবি মানুষের আয়ুকে ‘শৈবালের নীর’ বলেছেন কেন?

ক. মানুষ মরণশীল বলে

খ. মানুষ ক্ষণজীবী বলে

গ. জীবন দুর্লভ বলে

ঘ. জীবন অস্থির বলে

৮. মিথ্যা সুখের কল্পনা কী বাড়িয়ে দেয়?

ক. হতাশা খ. দুঃখ

গ. চিন্তা ঘ. নৈরাজ্য

৯. ‘দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার’—এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?

ক. আনন্দ খ. ক্রন্দন

গ. দান ঘ. উল্লাস

১০. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?

ক. সংসারে বৈরাগ্য ধারণ করা

খ. নিত্য নিজ কাজ করা

গ. সুখের আশা করা

ঘ. যুদ্ধ করা

সঠিক উত্তর

জীবন–সংগীত: ১.খ ২.ক ৩.ক ৪.ঘ ৫.খ ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা