এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | প্রবাস বন্ধু : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রবাস বন্ধু

১. সৈয়দ মুজতবা আলী কোনটির নিজস্ব নির্মাতা ছিলেন?

ক. কাব্যশৈলী খ. গদ্যশৈলী

গ. নাট্যশৈলী ঘ. ছন্দের

২. সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি?

ক. গীতিময় খ. গাম্ভীর্যপূর্ণ

গ. রসগ্রাহী ঘ. সরল

৩. লেখক কোন ঋতুতে খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন?

ক. গ্রীষ্মকাল খ. শীতকাল

গ. বর্ষাকাল ঘ. বসন্তকাল

৪. লেখক বাসার সঙ্গে কী পেলেন?

ক. আসবাব খ. চাকর

গ. বাগান ঘ. গাড়ি

৫. কে লেখককে আবদুর রহমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন?

ক. অধ্যক্ষ জিরার খ. হরফন–মৌলা

গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু

৬. কাবুলের মানুষ কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে অভ্যস্ত?

ক. এক–দুই পেয়ালা খ. দুই–তিন পেয়ালা

গ. তিন–চার পেয়ালা ঘ. পাঁচ–ছয় পেয়ালা

৭. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ — সব কাজ করে দেবে কে?

ক. জিরার সাহেব খ. আবদুর রহমান

গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু

৮. আবদুর রহমানকে ‘হরফন–মৌলা’ বলা হয়েছে কেন?

ক. ভালো রান্না জানেন বলে

খ. বিশাল দেহের অধিকারী বলে

গ. অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে

ঘ. বহুমুখী কাজে পারদর্শী বলে

৯. লেখক আবদুর রহমানকে নরদানবের সঙ্গে তুলনা করেছেন কেন?

ক. বিশাল আকৃতির শরীরের কারণে

খ. দেখতে ভয়াবহ ছিলেন বলে

গ. তাঁকে দেখে ভয় পাওয়ার কারণে

ঘ. বড় বোঝা বহনে সক্ষম বলে

১০. সুমনের কুস্তিগির মামার বিশাল বপু যে কারও মনে ভয় ধরিয়ে দেয়। সুমনের মামা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কার সঙ্গে তুলনীয়?

ক. জিরার সাহেব খ. লেখক

গ. আবদুর রহমান ঘ. ভীমসেনের

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ১.খ ২.গ ৩.ক ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন