এসএসসি ২০২২ - বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. কোন ভিটামিনের অভাবে প্লেগ রোগ হয়?

ক. নিয়াসিন (বি ৫)

খ. কোবালামিন (বি ১২)

গ. পিরিডিক্সিন (বি ৬)

ঘ. থায়ামিন

৩২. মুখে ও জিহ্বায় ঘা হয় কোনটির অভাবে?

ক. বি ২ খ. বি ৫

গ. বি ৬ ঘ. বি ১২

৩৩. আমাদের প্রতিদিন কতটুকু ভিটামিন ই–যুক্ত খাবার খাওয়া উচিত?

ক. ৫–১০ মি.গ্রাম

খ. ১০–১৫ মি.গ্রাম

গ. ১০–৩০ মি.গ্রাম

ঘ. ৩০–৪০ মি.গ্রাম

৩৪. ভিটামিন সির অপর নাম কী?

ক. টারটারিক অ্যাসিড

খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

গ. অ্যাসকরবিক অ্যাসিড

ঘ. কারবলিক অ্যাসিড

৩৫. ভিটামিন বি ১২ (কোবালামিন)–এর অভাবে কোন রোগ হয়?

ক. রক্তশূন্যতা খ. স্কার্ভি

গ. বেরিবেরি ঘ. রিকেটস

৩৬. ১০০ মিলি রক্তে লৌহের পরিমাণ কত থাকে?

ক. ২৮ মিগ্রা খ. ৫০ মিগ্রা

গ. ৬০ মিগ্রা ঘ. ৭২ মিগ্রা

৩৭. রক্তশূন্যতা দেখা যায় কোন খনিজ উপাদানের অভাবে?

ক. ক্যালসিয়াম খ. আয়রন

গ. ফসফরাস ঘ. ম্যাগনেশিয়াম

৩৮. মানুষের মোট ওজনের কত ভাগ ক্যালসিয়াম?

ক. ২% খ. ৩%

গ. ৪% ঘ. ৫%

৩৯. কোন খনিজ উপাদানের অভাবে রিকেটস রোগ হয়?

ক. ক্যালসিয়াম ও ফসফরাস

খ. আয়রন ও ম্যাগনেশিয়াম

গ. ফসফরাস ও জিংক

ঘ. ম্যাগনেশিয়াম ও জিংক

৪০. মানুষের দৈহিক ওজনের কত ভাগ পানি?

ক. ৬০–৭৫% খ. ৭৫–৯৫%

গ. ৮০–৯৫% ঘ. ৮০–৯৫%

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.ক ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (২১-৩০) | বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) ▶