এসএসসি ২০২২ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১২১. E-commerce ব্যবস্থায় ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেন কীভাবে?

ক. মোবাইল ব্যাংকিং

খ. ব্যাংক চেক

গ. সরাসরি দোকানে গিয়ে

ঘ. ডাক যোগাযোগ

১২২. COD-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Cash Over Delivery

খ. Cash On Delivery

গ. Cash Before Delivery

ঘ. Cash After Delivery

১২৩. COD দ্বারা বোঝায় —

i. প্রাপ্তির পর পরিশোধ

ii. ক্যাশ অন ডেলিভারি

iii. বিল পরিশোধ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৪. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD

গ. MTS ঘ. ATM

১২৫. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?

ক. ২০১০-২০১১

খ. ২০১১-২০১২

গ. ২০১৩-২০১৪

ঘ. ২০১৪-২০১৫

১২৬. পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম—

i. টিভি

ii. ওয়েবসাইট

iii. সংবাদপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৭ ও ১২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

দরজায় কলিং বেল বাজতেই অহনা দরজা খুলে দেখল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে হাজির। তখন সে বইয়ের মূল্য পরিশোধ করে বই সংগ্রহ করল।

১২৭. অহনা কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?

ক. ডেবিট কার্ড খ. ক্রেডিট কার্ড

গ. COD ঘ. মোবাইল ব্যাংকিং

১২৮. এই পদ্ধতিতে অহনা আর যা যা ক্রয় করতে পারবে—

i. খাবার

ii. শৌখিন সামগ্রী

iii. ইলেকট্রনিকস পণ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৯. বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়েছে—

ক. ই-কমার্স

খ. ইন্টারনেট

গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

ঘ. অফিস

১৩০. নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?

ক. ব্যাংকিং সফটওয়্যার

খ. ওয়ার্ড প্রসেসর

গ. এক্সেল

ঘ. ডেটাবেইস

সঠিক উত্তর

অধ্যায় ১: ১২১.ক ১২২.খ ১২৩.ঘ ১২৪.খ ১২৫.খ ১২৬.ঘ ১২৭.গ ১২৮.ঘ ১২৯.গ ১৩০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন