অধ্যায় ১
৬১.আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী?
ক. গ্রাম খ. কিলোগ্রাম
গ. সের ঘ. পাউন্ড
৬২. পদার্থের পরিমাণের একক কী?
ক. কিলোগ্রাম খ. গ্রাম
গ. মোল ঘ. পাউন্ড
৬৩. কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?
ক. Iv খ. mol
গ. Cd ঘ. A
৬৪. বিদ্যুৎ–সংক্রান্ত মৌলিক রাশি কোনটি?
ক. বৈদ্যুতিক আধান
খ. বৈদ্যুতিক প্রবাহ
গ. বৈদ্যুতিক তীব্রতা
ঘ. বৈদ্যুতিক বিভব
৬৫. তড়িৎ প্রবাহের SI একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. কুলম্ব
গ. কেলভিন ঘ. ক্যান্ডেলা
৬৬. বিদ্যুৎ–সংক্রান্ত মৌলিক একক কী?
ক. কুলম্ব খ. অ্যাম্পিয়ার
গ. ওহম ঘ. ভোল্ট
৬৭. কোনটি লব্ধ একক?
ক. ক্যান্ডেলা খ. নিউটন
গ. কেলভিন ঘ. অ্যাম্পিয়ার
৬৮. 1 পেটামিটার = কত মিটার?
ক. 1012 খ. 1014
গ. 1015 ঘ. 1020
৬৯. 1 ফেমটোমিটার সমান কত?
ক. 10-18 m খ. 10-12 m
গ. 10m-51 m ঘ. 1015 m
৭০. 1 মেগাওয়াট সমান কত?
ক. 106 W খ. 103 W
গ. 105 W ঘ. 109 W
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬১.খ ৬২.গ ৬৩.গ ৬৪.খ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.গ ৬৯.ঘ ৭০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন