এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৫১. সংবিধান কী?

ক. দুটি রাষ্ট্রের সমঝোতা দলিল

খ. বিচার ও শাসন বিভাগের নিয়ম

গ. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল

ঘ. জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা

৫২. কোন দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে?

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য

গ. ভারত ঘ. রাশিয়া

৫৩. সমাজ সর্বদা কিসের দিকে ধাবিত হয়?

ক. অতীত খ. ধ্বংস

গ. অজানা ঘ. প্রগতি

৫৪. উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক. গণতন্ত্র খ. ধর্মীয় মূল্যবোধ

গ. সমাজতন্ত্র ঘ. মৌলিক অধিকার

৫৫. লিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?

ক. প্রগতির সহায়ক

খ. জরুরি প্রয়োজনে সহায়ক

গ. সুস্পষ্টতা

ঘ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী নয়

৫৬. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

ক. ১৪ জন খ. ২৪ জন

গ. ৩৪ জন ঘ. ৪৪ জন

৫৭. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. অলিখিত ও সুপরিবর্তনীয়

খ. অলিখিত ও দুষ্পরিবর্তনীয়

গ. লিখিত ও দুষ্পরিবর্তনীয়

ঘ. লিখিত ও সুপরিবর্তনীয়

৫৮. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৪৫ খ. ১৫০

গ. ১৫৩ ঘ. ১৫৬

৫৯. বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত

খ. রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত

গ. সহজে পরিবর্তনযোগ্য

ঘ. মৌলিক অধিকারের রক্ষক

৬০. সংবিধান সংশোধিত হয় কেন?

ক. শাসনকার্যের সুবিধার্থে

খ. সংবিধানের ভুলত্রুটি দূর করার জন্য

গ. রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে

ঘ. মৌলিক অধিকার সংরক্ষণের জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫১.গ ৫২.খ ৫৩.খ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.গ ৫৭.গ ৫৮.গ ৫৯.ঘ ৬০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)