এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. সরকারের বৈদেশিক ঋণের উৎস কোনটি?

ক. BCIC খ. PPP

গ. ADB ঘ. BSIC

২২. কোনটি স্থায়ী সম্পদ?

ক. নগদ অর্থ খ. ব্যাংক জমা

গ. আসবাবপত্র ঘ. মজুত পণ্য

২৩. কোনটি জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে?

ক. একটি ভালো চাকরি

খ. একটি সফল বিনিয়োগ

গ. ভালো কর্মী ব্যবস্থাপনা

ঘ. দক্ষ বিপণন কৌশল

২৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. ব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

২৫. কোম্পানির মালিক কে?

ক. সরকার

খ. পাওনাদার

গ. শেয়ারহোল্ডার

ঘ. ডিবেঞ্চার হোল্ডার

২৬. বাণিজ্যিক ব্যাংক —

i. সোনালী ব্যাংক

ii. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. জনতা ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. পারিবারিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

২৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে?

ক. পণ্য ক্রয় খ. মেশিন ক্রয়

গ. মজুরি প্রদান ঘ. কাঁচামাল ক্রয়

২৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে —

i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি

ii. প্রাকৃতিক দুর্যোগ

iii. আকস্মিক দুর্ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ADB – এর পূর্ণনাম কী?

ক. Asian Development Bank

খ. Asian Develop Bank

গ. Asian Developing Bank

ঘ. Asian Developed Bank

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.ক

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া