এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বহিপীর : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
বহিপীর
১. ‘Drama’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. Dracim খ. Dramia
গ. Dracinate ঘ. Dracin
২. ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকের রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৪. ‘বহিপীর’ নাটকে কোন ঋতুর উল্লেখ রয়েছে?
ক. বর্ষাকাল খ. হেমন্তকাল
গ. শরত্কাল ঘ. শীতকাল
৫. ‘বহিপীর’ নাটকে বজরাটি কোন দিকে খোলা?
ক. মঞ্চের দিকে খ. দর্শকের দিকে
গ. ডান দিকে ঘ. বাঁ দিকে
৬. হাতেম আলির মুখে কিসের ছাপ?
ক. চিন্তার খ. আনন্দের
গ. সুখের ঘ. বিষাদের
৭. বজরার সামনের পাটাতনের যে দৃশ্য ফুটে উঠেছে তা হচ্ছে—
i. একটি চাকর মসলা পিষছে
ii. মাঝি আপন মনে দড়ি পাকাচ্ছে
iii. হকিকুল্লাহ্ হুঁকা টানছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. হাতেম আলি সম্পর্কে বলা যায়—
i. বয়স পঞ্চাশের মতো
ii. মুখে চিন্তার ছাপ
iii. কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. হাশেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে—
i. বদমেজাজ
ii. অস্থির মতি
iii. মানবীয় মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মা–বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে জ্যোতি বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে একটি চাকরি নেয়। স্বাধীনভাবে বাঁচতে ও জীবনকে সুন্দর করে সাজাতে সে জীবন সংগ্রামে অংশ নিতে চায়।
১০. উদ্দীপকের জ্যোতির সঙ্গে ‘বহিপীর’ নাটকের তাহেরার সাদৃশ্য পাওয়া যায় কোন দিক থেকে?
ক. চাপিয়ে দেওয়া বিয়ে না করার দিক থেকে
খ. পছন্দ করা ছেলে ছিল বলে
গ. চাকরি করার মানসিকতার দিক থেকে
ঘ. সাহসিকতার দিক থেকে
সঠিক উত্তর
নাটক: বহিপীর: ১.ঘ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা