এসএসসি ২০২২ - বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
২১. খাদ্যের প্রধান বা মুখ্য উপাদান কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৬
২২. খাদ্যে কয়টি উপাদান থাকে?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
২৩. যে প্রক্রিয়ায় জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হয়, তাকে কী বলে?
ক. শোষণ খ. পরিপাক
গ. আত্তীকরণ ঘ. শ্বসন
২৪. ‘পুষ্টি’র ইংরেজি শব্দ কোনটি?
ক. Neuton খ. Nutrients
গ. Nutrition ঘ. Netruerts
২৫. আঁশযুক্ত খাবার —
i. স্থূলতা হ্রাস করে
ii. ক্ষুধার প্রবণতা হ্রাস করে
iii. চর্বি জমার প্রবণতা হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
ক. বি কমপ্লেক্স খ. এ ও সি
গ. ডি ও কে ঘ. বি কমপ্লেক্স ও কে
২৭. প্রাণিদেহের শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন?
ক. ৩০ খ. ৪০
গ. ৫০ ঘ. ৬০
২৮. A ভিটামিনের অভাবে কোন রোগ হয়?
ক. স্কার্ভি খ. মেনিনজাইটিস
গ. রাতকানা ঘ. কোয়াশিয়রকর
২৯. কোন ভিটামিন ধমনিতে চর্বি জমা রোধ করে?
ক. এ খ. সি
গ. ডি ঘ. ই
৩০. থায়ামিনের (B1) অভাবে কোন রোগ হয়?
ক. বেরিবেরি খ. কোয়াশিয়রকর
গ. স্কার্ভি ঘ. রক্তশূন্যতা
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.গ ২৮.গ ২৯.গ ৩০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন