পঞ্চম শ্রেণির পড়াশোনা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।
গত পর্বে আমরা খালিঘর পূরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভাগ নিয়ে সাধারণ কিছু আলোচনা করব। বৈশাখ মাসে ঝড়ো বাতাস উঠলেই আমরা আম কুড়াতে চলে যাই। ধরো তুমি কুড়িয়ে ৩০ টি আম পেয়েছ এবং তোমার কয়েকজন বন্ধুর প্রত্যেককে ৭ টি করে ভাগ করে দিতে চাও। তাহলে তুমি কতজন বন্ধুকে আমগুলো দিতে পারবে? আজকে আমরা এই মজার সমস্যাটির সমাধান করব।