অধ্যায়-৮
প্রশ্ন: গাণিতিকভাবে গড় নির্ণয়ের সূত্রটি লেখো
উত্তর: গড় = রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা
প্রশ্ন: কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর কী বলে?
উত্তর: গড়
প্রশ্ন: ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের গড় কত?
উত্তর: ৯.৫
প্রশ্ন: ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে তাদের গড় কত?
উত্তর: ১৫৪ গ্রাম
প্রশ্ন: হামিদ ৫ বিষয়ে মোট ৪০০ নম্বর পেলে গড়ে কত পেয়েছে।
উত্তর: ৮০
অধ্যায়-৯
প্রশ্ন: ১২০ কিলোগ্রামের ২০% হলো কিলোগ্রাম। শূন্য স্থানে সঠিক শব্দটি বসাও।
উত্তর: ২৪
প্রশ্ন: ১৬ জন লোক হলো জন লোকের ৩২%। শূন্য স্থানে সঠিক শব্দটি বসাও।
উত্তর: ৫০
প্রশ্ন: বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?
উত্তর: আসল
প্রশ্ন: বার্ষিক মুনাফার হার ৬%-এর অর্থ কী?
উত্তর: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা