পঞ্চম শ্রেণির পড়াশোনা: গণিত | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অধ্যায় ৬
প্রশ্ন: ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম ভগ্নাংশকে কী করতে হবে?
উত্তর: গুণ
প্রশ্ন: আমাদের মাঝেমধ্যে ‘এর’ কী হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: প্রতীক হিসেবে।
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশের মান ১ থেকে ছোট না বড়?
উত্তর: ছোট
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে কী ভগ্নাংশ পাওয়া যায়।
উত্তর: বিপরীত ভগ্নাংশ।
প্রশ্ন: ‘এর’ ও ‘×’ মধ্যে অর্থের পার্থক্য কী?
উত্তর: একই অর্থ, কোনো পার্থক্য নেই। তবে ‘এর’ এর হিসাব অন্য কাজগুলোর (×,÷, +, -) আগে করতে হয়।
প্রশ্ন: ×, ÷, +, -, ‘এর’—এখানে কোনটির কাজ আগে করতে হয়?
উত্তর: ‘এর’ এর কাজ আগে করতে হয়।