অধ্যায় ২
৪১. ইন্টারক্যালেকটিভ ডিস্ক থাকে কোন টিস্যুতে?
ক. কার্ডিয়াক খ. ঐচ্ছিক
গ. অনৈচ্ছিক ঘ. স্নায়ু টিস্যু
৪২. স্নায়ু টিস্যু অসংখ্য কী দিয়ে গঠিত?
ক. অ্যাক্সন খ. নিউরন
গ. ডেনড্রাইট ঘ. দেহকোষ
৪৩. একটি স্নায়ু টিস্যু—
i. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে
ii. উদ্দীপনা মস্তিষ্কের বহন করে
iii. সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন কী হয় না?
ক. বিভাজিত খ. সংশ্লেষণ
গ. মিলিত ঘ. জোটবদ্ধ
৪৫. নিউরন কোষ—
i. বহুভূজাকৃতি
ii. নিউক্লিয়াস যুক্ত
iii. বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. এক খ. দুই
গ. চার ঘ. ছয়
৪৭. উচ্চতর প্রাণীতে স্নায়ুটিস্যু—
i. স্মৃতি সংরক্ষণ করে
ii. বিভিন্ন অঙ্কের কাজ নিয়ন্ত্রণ করে
iii. অঙ্কের মধ্যে সমন্বয় করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করে?
ক.১০% খ. ৪০%
গ.৭০% ঘ. ১০০%
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১. ক ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনারপ্রভাষকরূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা