জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১৫. গ্লাইকোলাইসিসে নিট উৎপাদন—

i. 6 অণু ATP

ii. 2 অণু ATP

iii. 2 অণু পাইরুভিক অ্যাসিড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬. সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে?

ক. ১২ খ. ১৬

গ. ২০ ঘ. ২৪

১৭. গ্লুকোজ + অক্সিজেন→কার্বন ডাই-অক্সাইড +A +শক্তি। বিক্রিয়াটির এ স্থানে কী উৎপন্ন হয়?

ক. হাইড্রোজেন খ. এনজাইম

গ. পানি ঘ. ATP

১৮. সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়?

ক. ১৪ টি খ. ১৬টি

গ. ১৮টি ঘ. ৩৮টি

১৯. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?

ক. ২ খ. ৪

গ. ৬ ঘ. ৮

২০. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?

ক. সাইটোপ্লাজমে খ. নিউক্লিয়াসে

গ. রাইবোজোমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়

২১. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয়—

i. পানি ii. 38 ATP

iii. গ্লুকোজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ক