অধ্যায় ২
১. কোনটি সঠিক প্রক্রিয়া?
ক. ইনপুট—মেমোরি — প্রসেসর—আটউপুট
খ. ইনপুট—মেমোরি—প্রসেসর—মেমোরি—আউটপুট
গ. আউটপুট—মেমোরি—প্রসেসর —ইনপুট
ঘ. আউটপুট—প্রসেসর—মেমোরি—ইনপুট
২. প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?
ক. ইনপুটে খ. আউটপুটে
গ. মেমোরিতে ঘ. অভ্যন্তরীণ প্রসেসরে
৩. কোনটি মেমোরি হতে তথ্য আদান-প্রদান করে?
ক. ইনপুট খ. আউটপুট
গ. প্রসেসর ঘ. মাদারবোর্ড
৪. কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া–নেওয়ার পর সেগুলো কী করে?
ক. সংরক্ষণ করে
খ. মুছে ফেলে
গ. প্রক্রিয়াকরণ করে
ঘ. সংশ্লেষণ করে
৫. প্রোগ্রামিং কী?
ক. বাংলা ভাষায় লেখা নির্দেশ
খ. ইংরেজি ভাষায় লেখা নির্দেশ
গ. কম্পিউটারের ভাষায় লেখা নির্দেশ
ঘ. ফরাসি ভাষায় লেখা নির্দেশ
৬. বিশ্বের বিভিন্ন ভাষা লেখা যায় কী দিয়ে?
ক. কি-বোর্ড খ. মাউস
গ. টাচস্ক্রিন ঘ. খ ও গ
৭. লিখতে ও ছবি অঙ্কন করতে নিচের কোনগুলো ব্যবহার করা হয়?
ক. কি-বোর্ড ও মাউস
খ. মাউস ও স্ক্যানার
গ. কি-বোর্ড ও স্ক্যানার
ঘ. কি-বোর্ড ও ডিজিটাল ক্যামেরা
৮. ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট ডিভাইস
খ. আউটপুট ডিভাইস
গ. স্টোরেজ ডিভাইস
ঘ. সাধারণ ডিভাইস
৯. কম্পিউটারে ছবি ঢোকাতে ব্যবহার করা হয় কোনটি?
ক. প্রিন্টার খ. মনিটর
গ. কি-বোর্ড ঘ. স্ক্যানার
১০. ওএমআর কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
১১. বারকোড পড়ার জন্য কোন ইনপুট ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয়?
ক. স্ক্যানার খ. প্রিন্টার
গ. মাইক্রোফোন ঘ. বারকোড রিডার
১২. পরীক্ষার খাতা পড়তে ব্যবহার করা হয় কোন যন্ত্রটি?
ক. বারকোড রিডার
খ. ওএমআর
গ. স্ক্যানার
ঘ. প্রিন্টার
১৩. ইনপুট ডিভাইস হলো—
i. জয়স্টিক
ii. ওয়েবক্যাম
iii. ভিডিও ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কম্পিউটার ডেটা এন্ট্রি করার যন্ত্র হলো—
i. মাউস
ii. ওএমআর
iii. স্ক্যানার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ কী?
ক. সিপিইউ খ. মাদার বোর্ড
গ. মেমোরি ঘ. মাউস
১৬. কোনটিতে তথ্য সাময়িকভাবে রাখা হয়?
ক. র৵াম খ. হার্ড ড্রাইভ
গ. পেনড্রাইভ ঘ. ডিস্ক
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. ক