দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. একুশ শতকের সম্পদ কী?

ক. কৃষি খ. অর্থ

গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য

২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ

৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে —

i. জ্ঞান সৃষ্টি করতে

ii. জ্ঞান ধারণ করতে

iii. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

ক. Internet

খ. E-mail

গ. Internationalization

ঘ. Facebook

৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

খ. ইন্টারনেট

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি

ঘ. গ্লোবাল ভিলেজ

৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল —

i. Green House Effect

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. জ্ঞান

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. অর্থ

ঘ. সৃজনশীলতা

৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন —

i. Information Technology

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার

খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট

ঘ. তথ্যের ক্রমবিকাশ

১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক

খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক

ঘ. তথ্যভিত্তিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা