দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৯১. ATM – এর পূর্ণ রূপ কী?

ক. Automated Teller Machine

খ. Automated Tell Machine

গ. Automated Transfer Machine

ঘ. Auto Teller Machine

৯২. EMTS–এর পূর্ণ রূপ কী?

ক. Electric Money Transfer Machine

খ. Electronic Money Transfer System

গ. Electric Money Trust System

ঘ. Electronic Mony Test Service

৯৩. শাসনব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?

ক. ডিজিটাল অবস্থা

খ. ই-গভর্ন্যান্স

গ. সুশাসন

ঘ. ইলেকট্রনিক পদ্ধতি

৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?

ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ

খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ

গ. আধুনিক পদ্ধতি গ্রহণ

ঘ. চিকিৎসাসেবা প্রদান

৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমের ব্যবহার বেশি দেখা যায়?

ক. মুঠোফোন খ. ফেসবুক

গ. চিঠি ঘ. টেলিভিশন

৯৬. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?

ক. ২-৪ খ. ২-৫

গ. ১০ ঘ. ১৫

৯৭. বর্তমানে দেশের সব জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় —

i. অনলাইনে

ii. ই–সেবার অধীনে

iii. যেকোনো স্থান থেকে ফি জমা দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?

ক. ই-লার্নিং

খ. আইন প্রণয়ন

গ. গভর্ন্যান্স

ঘ. সামাজিক দায়বদ্ধতা

৯৯. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো —

i. ই-কমার্স

ii. ই-পুর্জি

iii. ই-পর্চা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো —

i. স্বল্প খরচ

ii. সহজ সেবা প্রদান

iii. স্বল্প সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৯১.ক ৯২.খ ৯৩.গ ৯৪.খ ৯৫.ক ৯৬.খ ৯৭.ঘ ৯৮.গ ৯৯.গ ১০০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)