দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. হেনরি ফোর্ড কোন দেশের উদ্যোক্তা?

ক. নেদারল্যান্ডস খ. ভারত

গ. কঙ্গো ঘ. আমেরিকা

২. ইলেকট্রনিক কোম্পানি ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?

ক. চীন খ. জাপান

গ. মালয়েশিয়া ঘ. ভুটান

৩. ব্যবসায় উদ্যোগের অন্যতম ফলাফল হলো —

i. পণ্য

ii. সেবা

iii. ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

৫. সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. শখ খ. শিল্প

গ. ব্যবসায় ঘ. উদ্যোগ

৬. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?

ক. ব্যবসায় প্রতিষ্ঠান খ. ব্যবসায়িক ধারণা

গ. সম্পদ সর্বাধিকরণ ঘ. সম্পদ হ্রাসকরণ

৭. উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি?

ক. ত্যাগী মনোভাব খ. স্বাধীনতা

গ. নেতৃত্ব ঘ. আকর্ষণীয় ব্যক্তিত্ব

৮. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?

ক. চাকরি খ. সমাজসেবা

গ. মানবসম্পদ ঘ. সরকারি সম্পদ

৯. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে —

i. ব্যবসায় উদ্যোগ

ii. উদ্যোক্তা

iii. শ্রমিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?

ক. প্রাথমিক মূলধন খ. সঠিক পণ্য নির্বাচন

গ. পণ্যের চাহিদা নির্ধারণ ঘ. সঠিক কর্মী নির্বাচন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ঘ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন