দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?

ক. দায় অসীম

খ. দায় সসীম

গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ

ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা

১২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিমসত্তার অধিকারী বলা হয়?

ক. অংশীদারি খ. সমবায়

গ. একমালিকানা ঘ. যৌথ মূলধনী

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

প্রভা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করল। অপর দিকে মিতা ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে। উভয়েই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করল, কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারল না।

১৩. প্রভাদের ব্যবসায়টি কোন ধরনের?

ক. অংশীদারি

খ. প্রাইভেট লি. কোম্পানি

গ. পাবলিক লি. কোম্পানি

ঘ. সমবায় সংগঠন

১৪. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ—

i. এটি পাবলিক লি. কোম্পানি

ii. এটি প্রাইভেট লি. কোম্পানি

iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৫. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চান। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?

ক. চুক্তি খ. বিবরণীপত্র

গ .উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র

১৬. সমবায় প্রতিষ্ঠানটি নিবন্ধনের জন্য করণীয়—

i. যথাযথ সমবায় সমিতি গঠন

ii. ৩০০ টাকার ট্রেজারি চালান

iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধ শেয়ার মূলধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?

ক. পচনশীল পণ্যের ব্যবসায়

খ. রাসায়নিক পণ্যের ব্যবসায়

গ. ক্ষুদ্র কুটিরশিল্প

ঘ. মনোহারি দোকান

১৮. ‘সকলে একমত হয়ে বিলোপ সাধনের’ ধারা কত?

ক. ৩৯ খ. ৪০

গ. ৪১ ঘ. ৪২

১৯. ২০০১ সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে?

ক. ৩ খ. ২

গ. ৪ ঘ. ৬

২০. অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা কীভাবে মূলধন সরবরাহ করে থাকেন?

ক. সমান হারে খ. অসমান হারে

গ. আইনানুযায়ী ঘ. চুক্তি অনুযায়ী

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)