অধ্যায় ৪
৪১. বিশ্বের ১ম সমবায় সমিতির নাম কী?
ক. রচডেল সমবায় সমিতি
খ. রজভেল সমবায় সমিতি
গ. রায়হান সমবায় সমিতি
ঘ. বড় চেল সমবায় সমিতি
৪২. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
ক. ১৯১৩ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯৩৭ সালে
৪৩. যৌথ মূলধনী কোম্পানির মালিকেরা লভ্যাংশ পায় কীভাবে?
ক. চুক্তি অনুযায়ী খ. শেয়ার অনুপাতে
গ. আইন অনুযায়ী ঘ. ধারা মতে
নিচের তথ্য অবলম্বনে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তানিম, বেলাল ও জামাল তিন বন্ধু সমান মূলধন দিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করেন। হাবিব সমান মুনাফা গ্রহণ করলেও সে কোনো পরিচালনায় অংশগ্রহণ করেন না। তার বাবার মৃত্যুতে পারিবারিক দায়দেনার কারণে সে দেউলিয়া ঘোষিত হলে তার ব্যবসায় বিলোপের সিদ্ধান্ত নেয়।
৪৪. হাবিব কোন ধরনের অংশীদার?
ক. ঘুমন্ত খ. নামমাত্র
গ. সীমাবদ্ধ ঘ. আপাতদৃষ্টিতে
৪৫. উপযুক্ত পরিস্থিতির কারণে উদ্দীপকের ব্যবসায়টির কীরূপ বিলোপ সাধন ঘটবে?
ক. বিজ্ঞপ্তির মাধ্যমে খ. বাধ্যতামূলক
গ. বিশেষ ঘটনা সাপেক্ষে ঘ. আদালতের নির্দেশে
৪৬. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক. অংশীদারি খ. একমালিকানা
গ. সমবায় ঘ. যৌথ মূলধনী
৪৭. কোম্পানি গঠনের প্রক্রিয়া কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৪৮. পাবলিক লি. কোম্পানি কোনটি ছাড়া ব্যবসায় শুরু করতে পারে না?
ক. শেয়ারহোল্ডার খ. চুক্তি
গ. কার্যারম্ভের অনুমতিপত্র ঘ. নিবন্ধনপত্র
৪৯. সমবায় গঠন করতে সর্বাধিক সদস্যসংখ্যা কত হবে?
ক. ২০ জন খ. ৩০ জন
গ. ৪০ জন ঘ. সর্বাধিকের সীমা নেই
৫০. অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে—
i. সকলের দ্বারা
ii. সকলের পক্ষে একজনের দ্বারা
iii. সরকার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.খ ৪৭.গ ৪৮.গ ৪৯.ঘ ৫০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা