নবম শ্রেণি - অর্থনীতি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. কে প্রথম অর্থনীতিকে একটা স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন?

ক. আলফ্রেড মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. এল রবিন্স

ঘ. পল স্যামুয়েলসন

১২. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?

ক. নির্বাচন সমস্যা

খ. সম্পদের সীমাবদ্ধতা

গ. সম্পদের প্রাচুর্য

ঘ. অসীম অভাব

১৩. কিসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে?

ক. অসীম অভাব

খ. বিকল্প সম্পদ

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. অসীম সম্পদ

১৪. কী হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না?

ক. অভাব বেশি হলে

খ. অভাব কম হলে

গ. সম্পদ বেশি হলে

ঘ. সম্পদ কম হলে

১৫. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?

ক. সম্পদের ঘাটতি

খ. সীমাহীন চাহিদা

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. সীমাহীন অভাব

১৬. ‘সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়’—উক্তিটি কোন অর্থনীতিবিদের?

ক. এল রবিন্স

খ. অ্যাডাম স্মিথ

গ. পল স্যামুয়েলসন

ঘ. আলফ্রেড মার্শাল

১৭. মৌলিক অর্থনৈতিক সমস্যা —

i. কী উৎপাদন করতে হবে

ii. কীভাবে উৎপাদন করতে হবে

iii. কার জন্য উৎপাদন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. প্রথম দিকের অর্থনীতি কী নামে পরিচিত ছিল?

ক. সামাজিক বিজ্ঞান

খ. অপ্রাচুর্যের বিজ্ঞান

গ. মানব কল্যাণের বিজ্ঞান

ঘ. রাজনৈতিক অর্থনীতি

১৯. ক্ল্যাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল?

ক. সামাজিক অর্থনীতি

খ. বিনিময় অর্থনীতি

গ. রাজনৈতিক অর্থনীতি

ঘ. পারিবারিক অর্থনীতি

২০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কের অনুসন্ধান করে।’ উক্তিটি কোন অর্থনীতিবিদের?

ক. অধ্যাপক মার্শালের

খ. অধ্যাপক এল রবিন্সের

গ. অ্যাডাম স্মিথের

ঘ. স্যামুয়েলসনের

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১-১০)