পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : সংক্ষিপ্ত প্রশ্ন (১-৩)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর: খাদ্যজাল একটি পরিবেশে বিদ্যমান একাধিক খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অন্যদিকে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।

২। প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল?

উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে থাকে।

৩। প্রশ্ন: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।

উত্তর: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো —

১. মাটি

২. পানি ও

৩. বাতাস।

পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন