অধ্যায় ৪
প্রশ্ন ৬: জীবাশ্ম জ্বালানি ______ ফলে বাতাসে ক্ষতিকর গ্যাস ছড়ায়।
উত্তর: পোড়ানোর
প্রশ্ন ৭: শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের ______ করতে পারে।
উত্তর: পরিবর্তন
প্রশ্ন ৮: খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে শক্তি ______ সঞ্চিত থাকে।
উত্তর: রাসায়নিক
প্রশ্ন ৯: শক্তি এক রূপ থেকে অন্য রূপে ______ হতে পারে।
উত্তর: রূপান্তরিত
প্রশ্ন ১০: যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি ______ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে।
উত্তর: রাসায়নিক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ শূন্যস্থান পূরণ (১-৫)