পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৪ : সংক্ষিপ্ত প্রশ্ন (৩-৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন

৩। প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।

উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—

ক. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।

খ. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।

গ. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।

৪। প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে?

উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্ন (১-২)