পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ : সংক্ষিপ্ত প্রশ্ন (১১-১৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন

১১। প্রশ্ন: শক্তি সংরক্ষণের একটি উপায় লেখো।

উত্তর: গাড়ির বদলে যথাসম্ভব হেঁটে বা সাইকেল ব্যবহার করে কোথাও যাওয়া।

১২। প্রশ্ন: পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কীরূপ মাধ্যমের প্রয়োজন?

উত্তর: পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কঠিন মাধ্যমের প্রয়োজন।

১৩। প্রশ্ন: পদার্থ কী?

উত্তর: পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি।

১৪। প্রশ্ন: পানির কয়টি অবস্থা?

উত্তর: পানির তিনটি অবস্থা। কঠিন, তরল ও বায়বীয়।

১৫। প্রশ্ন: পদার্থ বলতে কী বোঝায়?

উত্তর: যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্ন (৬-১০)