পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ : সংক্ষিপ্ত প্রশ্ন (৬-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন

৬। প্রশ্ন: শক্তি কী?

উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

৭। প্রশ্ন: শক্তির মূল উৎস কী?

উত্তর: শক্তির মূল উৎস সূর্য।

৮। প্রশ্ন: সৌরশক্তি কী?

উত্তর: সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি।

৯। প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।

১০। প্রশ্ন: সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে কোনটি?

উত্তর: সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে সৌর প্যানেল।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্ন (১-৫)