পঞ্চম শ্রেণি | বাংলা

শহিদ তিতুমীর

১. প্রশ্ন: হিন্দু-মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন?

উত্তর: তিতুমীর মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন। আর হিন্দুদের বললেন, অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এসব কথা বলে তিতুমীর হিন্দু-মুসলমান সবাইকে একতাবদ্ধ করতে চাইলেন।

২. প্রশ্ন: ইংরেজদের পাশাপাশি কারা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত?

উত্তর: ইংরেজদের পাশাপাশি এ দেশের জমিদারেরা মানুষের ওপর অত্যাচার চালাত।

. প্রশ্ন: নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমীর কী তৈরি করেছিলেন?

উত্তর: নারকেলবাড়িয়া বারাসাতে অবস্থিত। এখানে তিতুমীর ‘বাঁশের কেল্লা’ তৈরি করেন।

৪. প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়?

উত্তর: ১৮৩০ খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়।

. প্রশ্ন: কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়?

উত্তর: ১৮৩১ সালের ১৯ নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়।

৬. প্রশ্ন: তিতুমীর কীভাবে শহিদ হলেন?

উত্তর: কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। প্রচণ্ড যুদ্ধ হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজদের গোলার আঘাতে ছারখার হয়ে যায় নারকিলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহিদ হন বীর তিতুমীর।

৭. প্রশ্ন: পরাধীন ভারতবর্ষে ইংরেজবিরোধী স্বাধীনতাযুদ্ধে প্রথম শহিদ কে?

উত্তর: পরাধীন ভারতবর্ষে ইংরেজবিরোধী স্বাধীনতাযুদ্ধে প্রথম শহিদ হলেন বীর তিতুমীর।

৮. প্রশ্ন: শহিদ তিতুমীর কেন অমর হয়ে আছেন?

উত্তর: তিতুমীর দেশকে ভালোবাসতেন। তাঁর মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করার চিন্তা। এ জন্য শেষ পর্যন্ত তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এ রকম দেশপ্রেমের জন্যই শহিদ তিতুমীর অমর হয়ে আছেন।

৯. প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।

বাঁশের কেল্লা, জেদি, সশস্ত্র, শায়েস্তা, প্রিয়পাত্র, দুর্ভেদ্য

উত্তর:

শব্দ বাক্য রচনা

বাঁশের কেল্লা তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে।

জেদি অকারণে জেদি আচরণ করা ভালো নয়।

সশস্ত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা এনেছি।

শায়েস্তা অন্যায়কারীদের শায়েস্তা করতে হবে।

প্রিয়পাত্র ভালো কাজের মাধ্যমে সবার প্রিয়পাত্র হওয়া যায়।

দুর্ভেদ্য নারকেলবাড়িয়ায় তিতুমীর দুর্ভেদ্য বাঁশের দুর্গ নির্মাণ করেন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা