অধ্যায় ১
প্রশ্ন :
মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো —
১. বীরশ্রেষ্ঠ
২. বীর উত্তম
৩. বীর বিক্রম ও
৪. বীর প্রতীক।
প্রশ্ন :
আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর: আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল।
প্রশ্ন :
বাংলাদেশের প্রথম সরকার কোথায় ও কবে গঠিত হয়?
উত্তর: বাংলাদেশের প্রথম সরকারের নাম ‘মুজিবনগর’ সরকার। তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
প্রশ্ন :
‘মুজিবনগর’ সরকারের অন্যতম ২ জন সদস্যদের নাম লেখো।
উত্তর: মুজিবনগর সরকারের অন্যতম ২ জন সদস্য হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী।
প্রশ্ন :
মুজিবনগর সরকারের প্রধান কাজগুলো লেখো।
উত্তর: মুজিবনগর সরকারের প্রধান কাজ ছিল মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা এবং দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে সফলতা লাভ করা।
প্রশ্ন :
মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল এবং কী কী?
উত্তর: মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। যথা —
১. কে ফোর্স
২. এস ফোর্স
৩. জেড ফোর্স।
প্রশ্ন :
মুক্তিবাহিনী কবে গঠিত হয় এবং এ বাহিনীর সেনাপতি কারা ছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন :
মুক্তিফৌজ কজন যোদ্ধা নিয়ে গঠিত হয় এবং এই মুক্তিফৌজ কাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে?
উত্তর: ৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। ১ লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।
প্রশ্ন :
গেরিলা বাহিনীর অ্যাকশন গ্রুপ ও ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কী ছিল?
উত্তর: গেরিলা বাহিনীর ‘অ্যাকশন গ্রুপ’ অস্ত্র বহন করতেন এবং সম্মুখযুদ্ধে অংশ নিতেন। ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।
প্রশ্ন :
অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দপ্তর পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবনসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এই আক্রমণের নাম ছিল অপারেশন সার্চলাইট।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা