পঞ্চম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বর্ণনামূলক প্রশ্ন (১-২)
পঞ্চম শ্রেণির পড়াশোনা
বর্ণনামূলক প্রশ্ন
১। প্রশ্ন: বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে?
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই এখানে অনেক রকমের কৃষিপণ্য উৎপাদিত হয়। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা যায়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।
বাংলাদেশ যেসব কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তা হলো:
চা: বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে। চা রপ্তানি অনেক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে।
পাট: পাট আমাদের অর্থকরী ফসল। পাট ও পাটের তৈরি পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
তামাক: বাংলাদেশে উত্পন্ন তামাক বেশির ভাগই বিদেশে রপ্তানি করা হয়।
আলু: দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়।
বাংলাদেশের অন্যান্য ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য।
২। প্রশ্ন: আমাদের পোশাকশিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাকশিল্প।
১. বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে।
২. বাংলাদেশের পোশাক কারখানায় লাখ লাখ পুরুষ ও নারী কাজ করায় বেকারত্ব কমেছে ।
৩. পোশাকশিল্পের প্রসার ঘটার কারণে, এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য শিল্পও বিকশিত হচ্ছে।
৪. তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা