পঞ্চম শ্রেণি – বাংলা | এই দেশ এই মানুষ : প্রশ্নোত্তর (৫,৬,৭)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

এই দেশ এই মানুষ

৫। প্রশ্ন: নিচের বাক্য পড়ে পদ বের করো।

মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।

উত্তর:

মনির, রবিন — — বিশেষ্য পদ

খুব ভালো — — বিশেষণ পদ

তার — — — — সর্বনাম পদ

ও — — — — অব্যয় পদ

খেলে — — — ক্রিয়া পদ

৬। প্রশ্ন: বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর: আমরা বাঙালি। বাংলাদেশে প্রায় সব লোক বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাঙালি ছাড়াও বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে বাস করে সাঁওতাল ও রাজবংশী।

৭। প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?

উত্তর: বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ পালন করে থাকে নানা ধরনের উত্সব। এই উত্সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

১. মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা।

২. হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উত্সব-পার্বণ।

৩. বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা।

৪. খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া