পঞ্চম শ্রেণি – বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা : প্রশ্নোত্তর (৭-৮)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

৭। প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?

উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা আঁকছিল অসুন্দর। অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমত্কার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখে লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।

৮। প্রশ্ন: রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন?

উত্তর: অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গায়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলেন। বহু বছর পর রাজা দেখেন সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে দেখেন সেই অচেনা মানুষটিকে। একনজরেই রাজা চিনতে পারেন, ওই মানুষটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে দুই হাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করলেন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (৫-৬)