পদার্থবিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে।

i. দৈর্ঘ্য কমে

ii. ভর বাড়ে

iii. সময় বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. অনিয়মিত ত্রুটি কী ধরনের ত্রুটি?

ক. যান্ত্রিক ত্রুটি

খ. ব্যক্তিগত ত্রুটি

গ. উভয় ধরনের ত্রুটি

ঘ. কোনোটিই নয়

১৩. পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি?

ক. স্ক্রু গজের শূন্য ত্রুটি

খ. দৃষ্টিভ্রম ত্রুটি

গ. অনিয়মিত ত্রুটি

ঘ. সামগ্রিক ত্রুটি

১৪. আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক—

ক. শতকরা ত্রুটি=আপেক্ষিক ত্রুটি x ১০০

খ. আপেক্ষিক ত্রুটি=শতকরা ত্রুটি x পরম ত্রুটি

গ. শতকরা ত্রুটি=পরম ত্রুটি x ১০০

ঘ. কোনোটিই নয়

১৫. একটি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়—

i. স্ক্রুগজ ii. স্ফেরোমিটার

iii. স্লাইড ক্যালিপার্স

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬. বায়ুমণ্ডলে রয়েছে মূলত—

ক. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড

খ. অক্সিজেন ও নাইট্রোজেন

গ. অক্সিজেন ও জলীয় বাষ্প

ঘ. অক্সিজেন ও ধূলিকণা

১৭. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়

ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি

খ. বল বৃদ্ধিকরণ নীতি

গ. লিভারের নীতি

ঘ. ওপরের সবগুলো

১৮. তরলের নিমজ্জিত কোনো বস্তুর আয়তন তার দ্বারা অপসারিত তরলের আয়তনের সমান, এটা কী?

ক. সূত্র খ. তত্ত্ব

গ. নীতি ঘ. অনুকল্প

১৯. সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?

ক. কেপলার খ. রোমার

গ. কোপারনিকাস ঘ. টাইকোব্রাহে

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৫.ঘ ১৬. খ ১৭.ক ১৮. গ ১৯.গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল