পরীক্ষার হলে সময় মতো পৌঁছাবে | এসএসসি পরীক্ষা ২০২২ - অধ্যক্ষের বিশেষ পরামর্শ

জহুরা বেগম

পরীক্ষার পূর্বরাতে প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে রাখাটা খুব জরুরি। পরীক্ষার আগের রােত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং ভোরে উঠবে। রাস্তায় যানজটের সমস্যা থাকে, তাই ঠিক সময়ে বের হবে যেন সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারো। পরীক্ষা হলে পরীক্ষার খাতার বিভিন্ন অংশ যত্নসহকারে পূরণ করবে। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর ধীরস্থিরভাবে নৈর্ব্যক্তিক অংশ পূরণ করবে। যে প্রশ্নগুলোর উত্তর শতভাগ নিশ্চিত মনে করো তা প্রথমে উত্তর করবে, পরে বাকিগুলোর উত্তর করবে। রচনামূলক প্রশ্নগুলো মনোযোগসহকারে পড়ে প্রশ্নের উত্তর করতে হবে তা চিহ্নিত করে নেবে।

পরীক্ষাচলাকালীন এই সময়ে মোবাইল ব্যবহার করা যতটা সম্ভব কমিয়ে ফেলবে। করোনা মহামারি নির্মূল হয়নি, তাই প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকবে। মাস্ক পরিধান করার ব্যাপারটাকেও পূর্বের মতো গুরুত্বসহকারে দেখবে। খাওয়ার প্রতি খেয়াল রাখবে, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাবে। পরীক্ষার কোনো বিষয় নিয়ে অযথাই কোনো চিন্তা করবে না। যেভাবে প্রস্তুতি নিয়েছো তার ওপর বিশ্বাস রেখো তাতেই ভালো করবে।

জহুরা বেগম, অধ্যক্ষ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা