সংক্ষিপ্ত প্রশ্ন
৭। প্রশ্ন: উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: উদ্ভিদের পরগায়নের ফলে বীজ সৃষ্টি হয়।
৮। প্রশ্ন: খাদ্যশৃঙ্খলের শুরু কোথা থেকে?
উত্তর: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু।
৯। প্রশ্ন: বীজের বিস্তার কী গড়ে তোলে?
উত্তর: বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা