অধ্যায় ৪
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—
১. গাড়ির ব্যবহার কমিয়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
২. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।
৩. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।
প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?
উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।
প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?
উত্তর: বায়ুর কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?
উত্তর: কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে।
প্রশ্ন: বায়ু থেকে তুমি সব সময় কী গ্রহণ করো?
উত্তর: বায়ু থেকে আমি সব সময় অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়।
প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর কোন উপাদান দিয়ে?
উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর নাইট্রোজেন দিয়ে।
প্রশ্ন: বায়ু দূষিত হওয়ার দুটি কারণ লেখো।
উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো—
১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় লেখো।
উত্তর: ১. কাজ শেষে বাতি বন্ধ রেখে ও
২. গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করে।
প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে কী ছড়ায়?
উত্তর: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়।
প্রশ্ন: আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন: চিপসের প্যাকেটে কী গ্যাস দেওয়া থাকে?
উত্তর: চিপসের প্যাকেটে নাইট্রোজন গ্যাস দেওয়া থাকে।
প্রশ্ন: কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে কী ব্যবহার করা হয়?
উত্তর: কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা