বহুনির্বাচনি প্রশ্ন

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

৭. ‘মার্শাল ল’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. সামরিক শাসন খ. গণতান্ত্রিক আইন

গ. একনায়কতন্ত্র ঘ. বিদেশিদের শাসন

৮. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদে প্রথম অধিবেশন ডাকেন কবে?

ক. ১৯৭১ সালের ২ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ৪ মার্চ

ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ

৯. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন কবে?

ক. ১৯৭১ সালের ১ মার্চ

খ. ১৯৭১ সালের ২ মার্চ

গ. ১৯৭১ সালের ৩ মার্চ

ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ

১০. ৬ দফা ঘোষণা করা হয় কবে?

ক. ১৯৬৩ সালে খ. ১৯৬৪ সালে

গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে

১১. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে

১২. ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?

ক. স্বাধীনতার দাবি

খ. গণতন্ত্রের দাবি

গ. স্বায়ত্তশাসনের দাবি

ঘ. রাষ্ট্রভাষার দাবি

১৩. বঙ্গবন্ধুর ভাষণটিকে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?

ক. জর্জ ওয়াশিংটন

খ. আব্রাহাম লিংকন

গ. জন এফ কেনেডি

ঘ. বারাক ওবামা

১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ১৯৭১ সালের কখন?

ক. ২৫ মার্চ প্রথম প্রহরে

খ. ২৬ মার্চ প্রথম প্রহরে

গ. ২৭ মার্চ প্রথম প্রহরে

ঘ. ২৮ মার্চ প্রথম প্রহরে

১৫. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়েছে—

i. দেশ রক্ষার জন্যে ii. নিরস্ত্র মানুষের ওপর

iii. সংগ্রামী জনতার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা