বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১৩. ১৯৪৮ সালে কোথায় নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

ক. ইসলামাবাদ খ. লাহোর

গ. করাচি ঘ. ঢাকা

১৪. কাকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?

ক. আব্দুল খালেক খ. আবদুল মতিন

গ. আব্দুল জব্বার ঘ. হামিদুর রহমান

১৫. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় রাজনৈতিক ধারা ছিল কয়টি?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৬. পাকিস্তান মুসলিম লীগের পূর্ব নাম কী?

ক. ভারতীয় মুসলিম লীগ

খ. ডেমোক্রেটিক মুসলিম লীগ

গ. নিখিল ভারত মুসলিম লীগ

ঘ. মুসলিম লীগ

১৭. অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করেছিল কোন দলটি?

ক. আওয়ামী লীগ খ. জাতীয় কংগ্রেস

গ. মুসলিম লীগ ঘ. কমিউনিস্ট পার্টি

১৮. ১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিলকোন দল?

ক. কমিউনিস্ট পার্টি

খ. জাতীয় কংগ্রেস

গ. মুসলিম লীগ

ঘ. কৃষক প্রজাতন্ত্রী পার্টি

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ