অধ্যায় ১১
প্রশ্ন: গারোদের নিজস্ব ভাষার নাম কী?
উত্তর: গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
প্রশ্ন: বাংলাদেশে কোন কোন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে?
উত্তর: বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম কী?
উত্তর: খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মনখেমে।
প্রশ্ন: খাসি জনগোষ্ঠীতে বেশির ভাগের সম্পত্তির উত্তরাধিকারী কে?
উত্তর: খাসি জনগোষ্ঠীতে পরিবারের বেশির ভাগের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে পরিবারের সবচেয়ে ছোট মেয়ে।
প্রশ্ন: খাসি ছেলেমেয়েরা কী ধরনের পোশাক পরে?
উত্তর: খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে। আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে, যার নাম ফুংগ মারুং।
প্রশ্ন: খাসিরা কাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে?
উত্তর: খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ। যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে।
প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর পরিবারের প্রধান কে এবং এরা কী দিয়ে বাড়ি তৈরি?
উত্তর: ম্রো জনগোষ্ঠীর পরিবারের প্রধান হলেন পিতা। এবং তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ। ম্রোদের বাড়িকে কিম বলে এবং এগুলো বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার ওপর তৈরি করা হয়।
প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর পোশাক ও খাদ্যের নাম লেখো।
উত্তর: ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষেরা খাটো সাদা পোশাক পরেন। ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস এবং তাদের অন্যতম খাবারের নাম নাপ্পি।
প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট কয়টি দফা রয়েছে এবং এরা কোথায় বাস করে?
উত্তর: ত্রিপুরা জনগোষ্ঠীর মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি বাংলাদেশে। বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে।
প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজব্যবস্থা কেমন?
উত্তর: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা