বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে

উত্তর: সবাইকে শ্রদ্ধা করতে হবে।

প্রশ্ন: তারা ট্রেনে চাপিয়া চট্টগ্রামে বেড়াইতে গেল

উত্তর: তারা ট্রেনে চেপে চট্টগ্রামে বেড়াতে গেল

প্রশ্ন: ঘুরিয়া ঘুরিয়া দেশ দেখিব।

উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।

প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।

উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।

প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।

উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।

প্রশ্ন: কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে।

উত্তর: কুমোরেরা নানা রকমের পাত্র বানাচ্ছে।

প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।

উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।

প্রশ্ন: মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম।

উত্তর: শহরের কাকগুলো ঝাঁক বেঁধে ডাকে।

প্রশ্ন: পাখিদের কিচিরমিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙে।

উত্তর: পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে।

প্রশ্ন: তাহাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হইবে না।

উত্তর: তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হবে না।

প্রশ্ন: তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত।

উত্তর: তারা বুঝতে পেরেছিল তাদের পরাজয় অবধারিত

প্রশ্ন: বাংলাদেশ হইল নদীমাতৃক দেশ

উত্তর: বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ।

প্রশ্ন: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখিতে পাওয়া যাইত।

উত্তর: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখতে পাওয়া যেত।

প্রশ্ন: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়িল।

উত্তর: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়ল।

প্রশ্ন: সে কৌশলে বল কাটাইয়া লইয়া যায়।

উত্তর: সে কৌশলে বল কাটিয়ে নিয়ে যায়।

প্রশ্ন: খেলাপাগল সে, খেলিবেই।

উত্তর: খেলাপাগল সে, খেলবেই।

প্রশ্ন: তিনি বারবার অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।

উত্তর: তিনি বারবার অবস্থান পরিবর্তন করতে থাকলেন।

প্রশ্ন: তিনি বুঝতে পারিলেন মৃত্যু আসন্ন।

উত্তর: তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল