বাংলা | প্রশ্নোত্তর

ভাবুক ছেলেটি

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

বিজয়স্তম্ভ, কল্পকাহিনি, আবিষ্কার, কল্যাণ, পাণ্ডিত্যপূর্ণ, দুরন্ত, পদার্থে, পদার্থবিজ্ঞানের বিষয়ে, বাড়িতে, অতিক্ষুদ্র, কর্তব্য, প্রাণী জীবনের।

উত্তর

ক. তাঁর বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।

উত্তর: তাঁর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।

খ. দেশের করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।

উত্তর: দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।

গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

উত্তর: জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

ঘ. জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি

উত্তর: জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি বিজয়স্তম্ভ

ঙ. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক ।

উত্তর: জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি

চ. ছেলেটি তেমন নয়।

উত্তর: ছেলেটি তেমন দুরন্ত নয়।

ছ. মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ভাবে।

উত্তর: মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে।

জ. ওর পড়াশোনার হাতেখড়ি ।

উত্তর: ওর পড়াশোনার হাতেখড়ি বাড়িতেই

ঝ. প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক পদে যোগ দেন।

উত্তর: প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন।

ঞ. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে পালন করেন।

উত্তর: প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন।

ট. তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও মধ্যে অনেক মিল আছে।

উত্তর: তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে।

ঠ. তিনি তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন।

উত্তর: তিনি অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন।

প্রশ্ন: ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন?

উত্তর: দশ-এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত ছিলেন না। পড়াশোনায় তিনি ভালো, খেলাধুলা করেন। বাবা-মায়ের সঙ্গে সঙ্গে ঘোরেন। সময় পেলেই গাছপালা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে তখন তিনি অবাক বিস্ময়ে ভাবেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম চিন্তাভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে। ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে পৃথিবীতে বিখ্যাত হয়ে ওঠেন। সেদিনের সেই ভাবুক ছেলেটি আসলে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু।


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা