বাংলা | যুক্তবর্ণ বিভাজন

যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ

৫৫. ন্ধ ন+ধ অন্ধভাবে সবাইকে বিশ্বাস করা যায় না।

৫৬. ন্দ্র ন+দ+র নগেন্দ্র ভালো ছাত্র।

৫৭. ন্ন ন+ন হেমন্ত ঋতুতে গ্রাম বাংলার মানুষ নবান্ন উৎসবে মেতে ওঠে।

৫৮. ন্ম ন+ম আমাদের সৌভাগ্য, আমরা বাংলাদেশে জন্মেছি।

৫৯. প্ট প+ট কিপ্টে মানুষকে কেউ পছন্দ করে না।

৬০. প্ত প+ত শকুন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি।

৬১. প্ন প+ন বড় স্বপ্ন দেখলে জীবনে বড় হওয়া যায়।

৬২. প্প প+প নিপ্পন জাপানের পূর্ব নাম।

৬৩. প্র প+র পরীক্ষায় প্রথম হতে হলে বেশি বেশি পড়তে হবে।

৬৪. প্ল প+ল প্লেন আকাশে ওড়ে।

৬৫. ফ্ল ফ+ল ফ্ল্যাস্কে আমরা গরম পানি রাখি।

৬৬. ব্দ ব+দ জোরে শব্দ করে কথা বল না।

৬৭. দ্ধ দ+ধ থাকব নাকো বদ্ধ ঘরে।

৬৮. ব্ব ব+ব আব্বা আমাকে আদর করেন।

৬৯. ব্ল ব+ল ব্লাকর্বোডে চক দিয়ে লেখা যায়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক,শিক্ষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা