বাংলা – সেট: ১০ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ৯, ১০, ১১ ও ১২। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ১০
প্রশ্ন ৯১: ব্যাকরণের কাজ কী?
উত্তর: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
প্রশ্ন ৯২: বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরী
প্রশ্ন ৯৩: কোন বাঙালি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়
প্রশ্ন ৯৪: সমাস ব্যাকরণের কোন অধ্যায়ের আলোচ্য বিষয়?
উত্তর: শব্দতত্ত্ব
প্রশ্ন ৯৫: শব্দতত্ত্বের সমার্থক শব্দ কী?
উত্তর: রূপতত্ত্ব
প্রশ্ন ৯৬: ব্যাকরণের মূল ভিত্তি কী?
উত্তর: ধ্বনি
প্রশ্ন ৯৭: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?
উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদে
প্রশ্ন ৯৮: ব্যাকরণের প্রধান কাজ কী?
উত্তর: ভাষার বিশ্লেষণ
প্রশ্ন ৯৯: ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর: ধ্বনিতত্ত্ব
প্রশ্ন ১০০: উপভাষার আরেক নাম কী?
উত্তর: আঞ্চলিক ভাষা
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী