বাংলা – সেট: ২১ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২১, ২২, ২৩ ও ২৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা – সেট : ২১

২০১. ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র

গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র

২০২. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ

গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ

২০৩. ‘অন্বেষণ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. অন্ব + এষণ খ. অনু + এষণ

গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ

২০৪. ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গা + অক খ. গৈ + অক

গ. গায় + ক ঘ. গা + য়ক

২০৫. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গব + এষণা খ. গো + এষণা

গ. গো + ষণা ঘ. গ + বেষণা

২০৬. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. না + ই খ. নো + ইক

গ. না + বিক ঘ. নৌ + ইক

২০৭. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. ষড় + যন্ত্র খ. ষট্ + যন্ত্র

গ. সৎ + যন্ত্র ঘ. স্বত + যন্ত্র

২০৮. ‘রাজ্ঞী’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রাজ্ + নী খ. রাগ্ + নী

গ. রাজ্ + গি ঘ. রাজন + গি

২০৯. ‘বৃষ্টি’র সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি সঠিক?

ক. বৃস + তি খ. বৃশ + টি

গ. বৃষ্ + তি ঘ. বৃষ + টি

২১০. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?

ক. ব্যঞ্জনসন্ধি

খ. স্বরসন্ধি

গ. নিপাতনে সিদ্ধ সন্ধি

ঘ. বিসর্গ সন্ধি

সঠিক উত্তর: ২০১.গ ২০২.ঘ ২০৩.খ ২০৪.খ ২০৫.খ ২০৬.ঘ ২০৭.খ ২০৮.ক ২০৯.গ ২১০.গ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা