বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

শ্রাবণে

১. ‘শ্রাবণে’ কবিতার রচয়িতা কে?

ক. লীলা মজুমদার

খ. সুকুমার রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২. ‘শ্রাবণে’ কবিতায় কার মুখ ঢাকা?

ক. পাতালের খ. চাঁদের

গ. আকাশের ঘ. সূর্যের

৩. ‘শ্রাবণে’ কবিতায় চারিধারে কী মাখা?

ক. ধোঁয়া খ. দুধ

গ. বৃষ্টির জল ঘ. রং

৪. বৃষ্টির জলে কে কে স্নান করে?

ক. গরু-ছাগল খ. গাছপালা

গ. পশুপাখি ঘ. মানুষ

৫. ‘শ্রাবণে’ কবিতায় কিসের শেষ নাই?

ক. উৎসবের খ. ঘোলাজলের

গ. কালো ধোঁয়ার ঘ. বর্ষার প্লাবনের

৬. ‘শ্রাবণে’ কবিতায় কত দিকের কথা বলা হয়েছে?

ক. সাত দিক খ. আট দিক

গ. নয় দিক ঘ. দশদিক্

৭. ‘শ্রাবণে’ কবিতায় কী ধুয়ে যায়?

ক. দশদিক্ খ. চারিধার

গ. তাপ ঘ. আবর্জনা

৮. ‘শ্রাবণে’ কবিতায় কিসের তাপ ধুয়ে যায়?

ক. হেমন্তের খ. বর্ষার

গ. শরতের ঘ. গ্রীষ্মের

৯. ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের কোন গ্রন্থের অন্তর্গত?

ক. পাগলা দাশু

খ. খাই খাই

গ. আবোলতাবোল

ঘ. হ-য-ব-র-ল

১০. ‘শ্রাবণে’ কবিতায় প্রকৃতি কিসে জর্জরিত?

ক. বৈশাখের ঝড়ে

খ. অবিরাম বৃষ্টিতে

গ. বর্ষার ছোবলে

ঘ. গ্রীষ্মের তাপে

১১. কখন জলেজলে জলময় দশদিক্ টলমল্ করে।

ক. বর্ষায় খ. গ্রীষ্মে

গ. শীতে ঘ. হেমন্তে

১২. ‘শ্রাবণে’ কবিতায় কার স্নানের কথা বলা হয়েছে?

ক. ধানগাছ খ. নদী

গ. প্রকৃতি ঘ. মানুষ

১৩. প্রকৃতিতে কখন প্রাণের সঞ্চার ঘটে?

ক. শীতে খ. বর্ষায়

গ. বৈশাখ মাসে ঘ. গ্রীষ্মে

১৪. সুকুমার রায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮৬ খ. ১৮৮৭

গ. ১৮৮৮ ঘ. ১৮৮৯

১৫. সুকুমার রায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৯২২ খ. ১৯২৩

গ. ১৯২৪ ঘ. ১৯২৫

সঠিক উত্তর

শ্রাবণে: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. গ

৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল