বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

শ্রাবণে

১৬. সুকুমার রায় অমর হয়েছেন কেন?

ক. প্রবন্ধ রচনার জন্য

খ. উপন্যাস রচনার

গ. শিশুতোষ রচনার জন্য

ঘ. নাটক রচনার জন্য

১৭. ‘জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত—’ বলতে কী বোঝায়?

ক. ঘন বৃষ্টি খ. অবিরাম বৃষ্টি

গ. রাতভর বৃষ্টি ঘ. দিনভর বৃষ্টি

১৮. ‘শ্রাবণে’ কবিতায় প্রাণখোলা বর্ষায় স্নান করে

ক. প্রাণিকূল খ. নদীনালা

গ. ধরণি ঘ. গাছপালা

১৯. প্রাণখোলা বরষায় নদীনালা ঘোলাজল ভরে উঠে

ক. ভরসায় খ. টলমল

গ. ঝমাঝম ঘ. চারিধার

২০. —ঘনঘোর উন্মাদ শ্রাবণের। শূন্যস্থানে কোনটি বসবে?

ক. নদীনালা খ. ধারাপাত

গ. উৎসব ঘ. ঘোলাজল

২১. ‘জলেজলে জলময় দশদিক্’ দিয়ে কী বোঝানো হয়েছে?

ক. বর্ষার ঘোলাজল

খ. বর্ষার অবিরাম স্রোতধারা

গ. প্লাবনের পূর্বাভাস

ঘ. প্রকৃতি জলে পরিপূর্ণ

২২. গ্রীষ্মকালে রোদের চিহ্ন মুছে প্রকৃতি নতুন রূপ ধারণ করে কেন?

ক. ঘোলাজলে

খ. শ্রাবণের বর্ষায়

গ. ঋতুর পালাবদলে

ঘ. গ্রীষ্মের তাপে

২৩. কবিতায় ধারাপাত বলতে কী বোঝানো হয়েছে?

ক. শ্রাবণের উন্মাদনা

খ. ঘোলাজল

গ. বৃষ্টিধারার পতন

ঘ. প্লাবন

২৪. শ্রাবণ মাসের অবিরাম ধারা বর্ষণকে কবি কী বলেছেন?

ক. টলমল শ্রাবণ

খ. প্রাণখোলা শ্রাবণ

গ. ঘনঘোর শ্রাবণ

ঘ. উন্মাদ শ্রাবণ

সঠিক উত্তর

শ্রাবণে: ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল