লখার একুশে
১৭. প্যান্ট আধা খসা অবস্থায় লখা কী করল?
ক. গাছে উঠছিল খ. পড়ে গিয়েছিল
গ. হাঁটতে লাগল ঘ. দৌড়াতে লাগল
১৮. লখার বিছানা কেমন?
ক. শানের খ. কঠিন শানের
গ. কাঠের ঘ. পাথরের
১৯. লখার দিন কাটে কী কাজ করে?
ক. কাগজ পুড়িয়ে
খ. কাগজ কুড়িয়ে
গ. খেলাধুলা করে
ঘ. পড়াশোনা করে
২০. রাতে লখা মায়ের পাশে শুয়ে কিসের কষ্ট ভুলে যায়?
ক. পিপাসার খ. ক্ষুধার
গ. গরমের ঘ. শীতের
২১. লখা মনে মনে কী বলে?
ক. অ, আ
খ. অ, আ, র, ল
গ. অ, আ, চ, ছ
ঘ. অ, আ, ক, খ
২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?
ক. কলম খ. ঢোল
গ. ফুলের তোড়া ঘ. ফুল
২৩. লখার হাত উপচে কী পড়ছিল?
ক. গাঁদা ফুলের মালা
খ. রক্তলাল ফুলের গুচ্ছ
গ. ফুলের তোড়া
ঘ. লাল লাল ফুল
২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—গানটির সুরকার কে?
ক. আবদুল লতিফ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. আপেল মাহমুদ
২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?
ক. ছাত্রদের ওপর খ. রাস্তায়
গ. সভায় ঘ. মিছিলে
সঠিক উত্তর
লখার একুশে: ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল